ঢাকা৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. খেলাধুলা
  2. জাতীয়
  3. জেলা
  4. ধর্ম
  5. বিনোদন
  6. মাঠে-ময়দানে
  7. রাজনীতি
  8. সারাদেশ

কিশোর গ্যাংয়ের দমনে আইন পরিবর্তনে বিকল্প নেই

Md Shadadt Hossain
জুন ২৭, ২০২৪ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

কিশোর   গ্যাংয়ের  দৌরাত্ম্য   এখন   সারা দেশে ছড়িয়ে পড়েছে   ব্যাপকভাবে।

চাঁদাবাজি,   চিন্তাই  সহ  সব  ধরনের  অপরাধ  এরা  করছে।

এমনকি  খুন – ধর্ষণের  মতো  অপরাধ  বাদ  যাচ্ছে ।না।

এরা  এত  অপ্রতিরোধ্য  হয়ে  উঠল  _

সেটা   হলো   আইন  শৃংখলা  রক্ষাকারী  বাহিনী  ব্যর্থতা

অপরাদ  কিশোর  গ্যাংয়ের  অস্তিত্ব ও ক্রমবর্ধমান  তৎপরতার   জন্য  স্থানীয়  প্রভাবশালী  ও  ক্ষমতাসীন  মহলকে  দায়ী  করেন।

কিশোর  গ্যাংয়ের  এখন  একটি  সামাজিক  ব্যাধি।

এটা ক্রমেই  ছাড়াচ্ছে।

এর  কি৷ কোনো  প্রতিকার  নেই?  অবশ্যই আছে।

অপরাধ  দমন  করাই  বড়  ওষুধ।

এর  জন্য  কঠোর  আইন  প্রয়োজন।

কিন্তু  বাংলাদেশ  প্রচলিত  কিশোর  অপরাধ  আইন  বর্তমান সময়ে  আর  কার্যকর  নেই।

এ আইন  সংশোধন  করে  যুগপযোগী  করতে  হবে।

মো: শাহাদাৎ হোসেন ভূঁইয়া, প্রধান সম্পাদক, দৈনিক গণ সংগ্রাম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।